প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা।
গতকাল শুক্রবার বিকেলে চাটমোহর ও পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে গুমানী নদীতে সবাই এসেছিলেন প্রতিমা বিসর্জন দিতে।
নদী পাড়ে ছিল উপচে পড়া ভিড়। নেচে গেয়ে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে সবাই প্রতিমা বিসর্জন দেন।
তবে এই উল্লাসের মধ্যে সবার চোখ ছিল চাটমোহর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ্বাস রাজু ও তার কয়েকজন বন্ধুর ভাড়া করা একটি নৌকার ওপর।
যে নৌকায় ছিল ৫২টি মাইক ও ৪টি সাউন্ড বক্স। মাইকের এমন বহর ও উচ্চস্বরে গান শুনে সবাই হতবাক হয়ে যান।
প্রতিমা বিসর্জনের দিন প্রতি বছরের মতো এবারও নিজেদের মধ্যে চাঁদা তুলে এই আয়োজন করেন তারা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign