প্রতিবন্ধী যুবক রবিউল ইসলামের একটি হাত ও একটি পা কেটে গেলো চলন্ত ট্রেনে।
এ ঘটনা ঘটে বুধবার সন্ধ্যা সাতটার দিকে পাবনার শালগাড়িয়ার বাইপাস রেল ষ্টেশনে।
মারাত্মক জখম অবস্থায় স্থানীয়রা তাকে ভর্তি করে পাবনা জেনারেল হাসপাতালে।
প্রতিবন্ধী রবিউলের বাড়ি শালগাড়িয়াস্থ সরদার পাড়ার সন্নিকটে ঝোড়পাড়া এলাকায়।
স্থানীয়রা জানান, প্রতিবন্দ্বী রবিউল চোখে কম দেখতেন। রেললাইন পার হয়ে বাড়ি যাচ্ছিলেন। রাজশাহী থেকে পাবনা স্টেশনে ট্রেন থামার পর ইঞ্জিন ঘোরাচ্ছিলেন চালক। এ সময় ট্রেনে রবিউলের হাত ও পা কাটা পড়ে।
রবিউল এক সময়ে শহরের পুরাতন বাসষ্ট্যান্ডে ভিক্ষা করতেন। এখন তার পদচারনা ছিলো কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়।
দুর্ঘটনায় তার বাম হাত ও বাম পা কাটা পড়ে। এখন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ট্রেনটি ঈশ্বরদী থেকে পাবনা আসছিলো বলে জানান প্রত্যক্ষদর্শিরা।
উল্লেখ্য, পাবনা শালগাড়িয়া বাইপাসে ট্রেন চালুর পরে এটিই প্রথম দুর্ঘটনা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh