পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র্যালী ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার সকালে পুলিশ সুপার কার্যালয় থেকে দু’টি হাতিসহ দৃষ্টিনন্দন বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালীতে অংশগ্রহনকারীরা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেষ্টুন বহন করে।
র্যালী শেষে স্থানীয় পৌর মিলনায়তনের সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান প্রমুখ।
বক্তারা সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে সকল মহলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে সম্মিলিতভাবে কাজ করে যাওয়ার আহবানসহ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে আহবান জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh