পাবনার চাটমোহরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে এক কিশোর।
বুধবার দুপুর একটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত কিশোরের নাম শিমুল মোল্লা (১৫)। সে ওই গ্রামের ময়েন মোল্লার ছেলে।
মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল জানান, শিমুল ও তার চাচা সোহাগ বুধবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে।
এরপর সোহাগ বাড়ি ফিরলেও দীর্ঘসময় শিমুল বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুজি শুরু করেন।
পরে পুকুর তল্লাশী চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। শিমুল মৃগী রোগে আক্রান্ত ছিল। স্বজনদের ধারণা গোসল করতে নেমে খিঁচুনী ওঠায় সে পানিতে ডুবে মারা গেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh