পিরোজপুরে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন (৫০) ওরফে বুড়া জাকির নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পত্তাশা বটতলা এলাকার তিন রাস্তা মোড়ে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশের দাবি নিহত ব্যক্তি আন্ত:জেলা ডাকাত দলের সরদার। নিহত জাকির পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের ফজলুল হকের ছেলে।
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, জেলা গোয়েন্দা পুলিশ ও ইন্দুরকানী থানা পুলিশের যৌথ একটি দল জাকিরের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার পত্তাশা গ্রামে তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য অভিযানে যায়।
এ সময় বটতলা নামক এলাকায় জাকিরের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। ডাকাতদের ছোড়া গুলিতে জাকির ও পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হন। জাকিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ সুপার আরো জানান, অন্যদিকে ডাকাতদের গুলিতে আহত ইন্দুরকানী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাদাৎ হোসেন ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল নাসির উদ্দিনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি রাইফেলের গুলি, দুটি বন্দুকের গুলি, ১২টি কার্তুজ, একটি চায়নিজ কুড়াল ও একটি দা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক এ কে এম মিজানুল হক জানান, নিহত জাকিরের বিরুদ্ধে পিরোজপুর, বাগেরহাট ও ঝালকাঠি জেলার বিভিন্ন থানায় ১১টি ডাকাতির মামলা রয়েছে। তিনি আন্তজেলা ডাকাত দলের সরদার ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh