পাবনার আতাইকুলায় নিজের পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
আজ শনিবার (০৮ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার পীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পিতার নাম আবু হানিফ খাঁ (৬০)। ছেলের নাম মামুন খাঁ (২৪)। আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঘটনার সময় মামুন তার পিতার কাছে টাকা চেয়ে না পেয়ে গালিগালাজ শুরু করে। এ সময় পিতা হানিফ তাকে ধমক দেন। এতে ক্ষুব্ধ হয়ে পিতাকে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায় মামুন।
পরে আহত হানিফ খাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
হত্যার কারণ সম্পর্কে এলাকাবাসী ও পুলিশ জানায়, হানিফ খাঁ’র চার মেয়ে ও দুই ছেলে। তার ৩০-৩৫ বিঘা জমি আছে। ছেলে মামুন খাঁ পুকুর সহ জমিজমা দেখাশোনা করতো।
মামুন মাদকাসক্ত ছিল বলেও জানা গেছে। টাকা ও জমির প্রতি লোভ থাকায় মামুন তার পিতাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও এলাকাবাসী।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign