পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতম কুমার দাসের শালগাড়ীয়াস্থ ভাড়া বাসায় গত ০৫ নভেম্বর রাত ৯ টার দিকে মোটর সাইকেলযোগে ৪-৫ জন অজ্ঞাতনামা দূস্কৃতিকারী গিয়ে প্রক্টরকে খোঁজাখুজি করেন।
তাঁকে না পেয়ে গালিগালাজ করে এবং বিশ্ববিদ্যালয়ের কাজে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয়। এ সময় তাঁর পরিবারের কেউ বাসায় ছিলেন না।
এ ঘটনায় প্রক্টরের পরিবার নিরাপত্তাহীনতার ভুগছেন। পরের দিন ০৬ নভেম্বর প্রক্টর বিষয়টি উল্লেখ করে পাবনা সদর থানায় জিডি করেন। জিডি নং ৩৩৬।
এদিকে প্রক্টরের বাসায় দূস্কৃতিকারীদের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম রোস্তম আলী, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ।
বিবৃতিতে তাঁরা দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবী জানিয়েছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh