আজ ঐতিহাসিক ৭মার্চ। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষনের মধ্য দিয়ে স্বাধীনতার বীজ বপন হয়েছিলো।
দিনটি স্মরণে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রক্টর অফিসের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
এরপর ৭মার্চ ঐতিহাসিক ভাষনের উপর প্রক্টর ডক্টর প্রীতম কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পরিবহন প্রশাসক রাশেদুল হক, ডরমেটরি প্রশাসক মোঃ গালিব হাসান, ক্যাফেটেরিয়া প্রশাসক রাজেন্দ্র ভোমিক, রসায়ন বিভাগের চেয়ারম্যান রতন কুমার পাল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদ চৌধুরি আসিফ ও সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম বাবু।
আলোচনা সভায় বক্তারা ৭ মার্চ ভাষনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রক্টরবৃন্দ, সহকারী ছাত্র উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ পাবিপ্রবি শাখার পক্ষ হতে সকাল হতে মাইকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন প্রচার করা হচ্ছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign