পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নৌকা ও ধানের শীষের প্রার্থীরা।
শুক্রবার সকালে চাটমোহর পৌর সদর, নিমাইচড়া, সমাজ সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করেন আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব মো: মকবুল হোসেন এমপি। এছাড়াও কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন তিনি।
এ সময় তার সাথে কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আতিকুর রহমান আতিক, চাটমোহর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস এম নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, বজলুল করিম খাকছার, পৌর আওয়ামীলীগের সভাপতি মো: নাজিমুদ্দিন, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকাকে বিজয়ী করার আহবান জানান এমপি মকবুল।
অপরদিকে চাটমোহর পৌর সদর, নিমাইচড়া, হান্ডিয়ালসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন কয়েকটি নির্বাচনী পথসভায়।
তিনি সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।
এ সময় তার সাথে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক অ্যাডভোকেট আশরাফুজ্জামান হালিম, পৌর যুবদলের সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টু উপজেলা স্বেচ্ছাসেবদলের সভাপতি রেজাউল সরকার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লেবু সহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশের গণতন্ত্র’র প্রতিক, গণমানুষের প্রতিক ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh