পাবনা জেলা কারাগারে আবেদ আলী (৩০) এক হাজতির মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার নারায়ণপুর এলাকার মৃত আফসার আলীর ছেলে। শুক্রবার বিকেলে পাবনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জেল সুপার ফারুক আহমেদ জানান, আবেদ আলী (হাজতি নম্বর ৪৯০০/১৮) শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান আবেদ আলী।
পাবনা সদর থানা পুলিশ জানায়, চলতি বছরের ৭ জুন পুলিশ মাদকের একটি মামলায় আবেদ আলীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। পাবনা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh