করোনা ভাইরাস সতর্কতায় পাবনায় আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করা হয়েছে। সরকারী আদেশ অমান্য করায় মামলা দায়ের এবং বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সবাইকে বাড়িতে থাকা এবং বিনা প্রয়োজনে বাড়ি থেকে বেড় না হওয়ার অনুরোধ জানান এবং জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়।
কিন্তু সাধারন মানুষ মানছে না করোনা ভাইরাস সতর্কতায় সরকারী আদেশ। এ অবস্থায় সোমবার দিনব্যাপী পাবনা সদর, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, সাঁথিয়া, বেড়া, সুজানগর, ঈশ্বরদী উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সরকারী আদেশ অমান্য করে রাস্তায় বিনা প্রয়োজনে ঘরাফেরা করা ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৮১টি মামলা দায়ের এবং ৮২ ব্যাক্তি ও প্রতিষ্ঠান থেকে ৪৫ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh