পাবনায় আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত দুইজনের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ভাড়ারা ও আওরঙ্গবাদ ভাউডাঙ্গা গ্রামের নারী-পুরুষ মিছিল নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে হাজির হয়।
সেখানে নিহত দুইজনের ময়না তদন্ত শেষ হওয়ার পর মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি হাসপাতাল থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গ্রামে ফিরে যায়। সেখানে জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে নিহত দুইজনের লাশ দাফন করা হয়।
এদিকে, সংঘর্ষ ও হত্যার ঘটনায় আজ দুপুর ১টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানান ওসি ওবাইদুল হক। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সোমবার (০৩ ডিসেম্বর) রাতে পাবনা সদর উপজেলার আওরঙ্গবাদ ভাউডাঙ্গা গ্রামে আওয়ামীলীগের আবু সাইদ ও সুলতান খাঁ দুই গ্রুপের সংঘর্ষে মালেক শেখ, লস্কর খাঁ নামে দুইজন নিহত হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh