স্কয়ার ফুড এন্ড বেভারেজ ও ‘রুচী’র পৃষ্ঠপোষকতায় পাবনায় শুরু হলো রুচী প্রথম বিভাগ ফুটবল লীগ।
পাবনা জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় ও পাবনা জেলা ফুটবল এসোসিয়েশন এর সহায়তায় এই লীগ শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে লীগ উদ্বোধন করেন বিশিষ্ট প্রবীণ ক্রীড়া সংগঠক আলহাজ এম এ মুহিত।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙ্গা টেলিভিশনের এর ব্যাবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, স্কয়ার টয়লেট্রিজ পরিচালক আব্দুল খালেক, এস মুস্তাকিম সবুজ, রেজাউল হোসেন বাদশা, কামিল হোসেন, আহসান হাবিব মিঠু, সহ-সভাপতি আকাতারুজজ্জামান আক্তার, মাছরাঙ্গা টেলিভিশনের উত্তরাঞ্চল ব্যুরো চীফ উৎপল মির্জা, সাংবাদিক এস এম আলম সহ স্কয়ার টয়লেট্রিজ ও ফুড এন্ড বেভারেজ এর উর্ধ্বতন কর্মকর্তা। শুক্রবার
উদ্বোধনী ম্যাচে পাবনা পাইরেটস এফসি ৩-০ গোলে ঈশ্বরদী ব্রাদার্স এফসি কে পরাজিত করে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign