শিক্ষার মান উন্নয়নে পাবনার সুজানগরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে মতবিনিময় সভা হয়েছে।
বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে স্থানীয় শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রানুয়ারা খাতুন।
সভায় বক্তব্য রাখেন, পাবনা-২ আসনের এমপি খন্দকার আজিজুল হক আরজু, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, পৌর মেয়র আব্দুল ওহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সমিতির সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন প্রমুখ।
বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার উপর গুরুত্বারোপ করেন। যাতে শিক্ষার্থীরা শুধু গতানুগতিক পাঠগ্রহণে সীমাবদ্ধ না থেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh