পাবনা চরভবানীপুরে নব প্রতিষ্ঠিত খোরশেদ আলী প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য স্কুলের ব্যাগ হস্তান্তর উপলক্ষে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে রোববার (২৩ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেজর জেনারেল (অব) ডা: রবিউল হোসেন জানান, তাঁর পিতামহ প্রয়াত খোরশেদ আলীর স্মৃতি রক্ষার্থে তাঁদের পরিবারের নিজস্ব জমিতে এ স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে।
প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষ নির্মাণসহ স্কুলটি চালু করার প্রাথমিক সকল কাজ সম্পন্ন হয়েছে। তিনি জানান স্কুলটি ভালো ভাবে পরিচালনার জন্য উন্নয়ন কাজ অব্যহত থাকবে।
বীর মুক্তিযোদ্ধা মো: ইসমত স্কুলের শিক্ষার্থীদের জন্য ১০০ টি স্কুলের ব্যাগ স্কুলের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব) ডা: রবিউল হোসেনের নিকট হস্তান্তর করেন।
মো: ইসমত বলেন, ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত একটি পরিবারের একটি মহৎ উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: মো: রেজাউল হক, এ্যাডভোকেট রোটারিয়ান মো: মাসুদ, বিশিষ্ট সমাজ সেবক ক্যাপ্টেন (অব) ডা: সরোয়ার জাহান ফয়েজ, ক্যাপ্টেন (অব) ডা: আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ, জিসি আই এর প্রধান শিক্ষক এম এ করিম প্রমুখ বক্তৃতা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আখতারুজ্জামান আখতার, সহ সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমনসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign