শারদীয় দুর্গা পুজা উপলক্ষে পাবনায় দু:স্থ নারীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে পাবনার নৃসিংহদেব বিগ্রহ মন্দির ও রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটির যৌথ উদ্যেগে মন্দির প্রাঙ্গণে বস্ত্র বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও নৃসিংহদেব বিগ্রহ মন্দির কমিটির সভাপতি রোটারিয়ান প্রভাস চন্দ্র ভদ্রর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন,পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজয় দাস, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক ও রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটির সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুন্ডু।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কমল চন্দ্র দাস, রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটির পিপি রোটারীয়ান জালাল উদ্দিন, পিপি রোটারীয়ান আমিনুল ইসলাম পোটল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বিশ্বজিৎ ঘোষ, পাবনা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বলাই চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক ও নৃসিংহদেব বিগ্রহ মন্দির কমিটির যুগ্ন সম্পাদক দীপঙ্কর সরকার জিতু, মন্দির কমিটির সহ সভাপতি সঞ্জয় বসাক, সাধারণ সম্পাদক জয়ন্ত রায়, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার দে, যথাক্রমে মন্দির কমিটির সদস্য সুভাস চন্দ্র সাহা, কোমল বসাক ও হ্যাপি কর্মকার।
উল্লেখ্য, পাবনা জেলার ৯টি উপজেলায় এবার ৩৪১টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh