পাবনা শহরের এডওয়ার্ড কলেজ গেটের সামনে থেকে ইয়াবা ও নগদ টাকা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক সকরেছে র্যাব সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-সদর উপজেলার পুরাতন বাঙ্গাবাড়ী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রফিকুল ইসলাম (২৮) ও বাঙ্গাবাড়িয়া গ্রামের আফেদ আলীর ছেলে হাসান ইসলাম (২০)।
র্যাব-১২ পাবনা ক্যাম্প সুত্র জানায়, র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রুহুল আমিন (এক্স), বিএনভিআর এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের সরকারী এ্যাডওয়ার্ড কলেজের প্রধান ফটকের সামনে থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ৭৫ (পঁচাত্তর) পিচ্ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয় লদ্ধ নগদ ৫০০/- (পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign