মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফার্মেসী থেকে কোম্পানীকে ফেরত দেওয়ার জন্য পাবনায় অভিযান শুরু করেছে স্থানীয় ঔষধ প্রশাসন। এ উপলক্ষে ঔষধ ব্যবসায়ীদের সাথে উদ্বুদ্ধকরণ সভা ও বিভিন্ন ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষনের জন্য পাত্র বিতরন করা হয়।
মঙ্গলবার দুপুরে শহরের তাঁতী সুপার মার্কেটে জেলা ঔষধ ব্যবসায়ী সমিতির অস্থায়ী কার্যালয়ে জেলা ঔষধ তত্ত¡াবধায়ক মুহসীনীন মাহবুবের সভাপত্বিতে সভায় বক্তব্য দেন, ঔষধ ব্যবসায়ী মাহাবুবুল আলম রতন, সাইদুর রশীদ খান পিন্টু, লোকমান হাকিম প্রমূখ।
সভায় জানানো হয়, সারাদেশ থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ কোম্পানীগুলোতে ফেরত দেওয়ার জন্য ঔষধ প্রশাসনের মহাপরিচালক নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় পাবনা জেলার সকল ফার্মেসী থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সরিয়ে দেওয়ার জন্য আলাদাভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
সভা শেষে শহরের বিভিন্ন ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের জন্য পাত্র বিতরন করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign