পাবনা শহরের ট্রাফিক মোড়ের পাশে বিশ্বাস ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইউনিট দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ৬ তলা ভবনের নিচতলায় এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়। পরে দুইতলা ও তিনতলার বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে।
পাবনা দমকল বাহিনীর সহকারি পরিচালক এম সাইফুল ইসলাম জানান, কিভাবে আগুন লেগেছিল তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে প্রাথমকি ধারণা, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সকাল সাতটার দিকে আগুন নেভে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন।
খোঁজখবর/সম্পাদনা: এস আর
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh