পাবনায় জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা শনিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সদস্যসচিব ছিদ্দিকুর রহমান ছিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুুলু, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড. শাহিন শওকত, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নানসহ নেতৃবৃন্দ। সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাতে শরিক হন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার। সকলকে ঐক্যবদ্ধভাবে জনগনকে সাথে নিয়ে আন্দোলন ও সংগ্রাম গড়ে তুলতে হবে। রাজপথে আন্দোলন সংগ্রাম ছাড়া বেগম জিয়ার মুক্তিসহ দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তাই সংগঠনকে বেগবান করে মানুষের মুক্তির লড়াইকে ত্বরান্বিত করতে হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh