পাবনায় নানা আয়োজনে পালিত হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী।
মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি পাবনার আয়োজনে দোয়েল সেন্টার চত্বর মাসব্যাপী বইমেলা মঞ্চে প্রতিষ্ঠা বার্ষিকী, বসন্ত বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, পাবনা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মাান্নান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আশরাফ আলী প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমি পাবনার জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সৌমি। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে বার্ষিক পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।
পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh