পাবনায় সনাক্ত হলো প্রথম করোনা আক্রান্ত রোগী। আক্রান্ত ব্যক্তির বাড়ি জেলার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে। এ ঘটনায় বামনগ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল এই প্রথম পাবনায় করোনা রোগী সনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসার পর অসুস্থ্য হলে গত ১৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর নমুনা পরীক্ষার ফলাফল আসে পজিটিভ।
স্থানীয়রা জানান, গত ৭ এপ্রিল ওই ব্যক্তি ও তার ছোট ভাই নারায়নগঞ্জ থেকে পালিয়ে রাতের আঁধারে চাটমোহরের নিজ বাড়িতে আসে। তিনি কয়েকদিন শশুরবাড়িসহ বিভিন্ন স্থানে ঘোরাফেরাও করেছেন। বিষয়টি ওই সময় গ্রামবাসী প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান জানান, থানার ওসি সেখ মো. নাসীর উদ্দিন এবং একটি মেডিকেল টিম নিয়ে ওই গ্রামের উদ্দেশ্যে উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রোগীর স্বাস্থ্য পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। আর বামনগ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh