করোনা সতর্কতায় যখন অঘোষিত লকডাউন সবখানে, দরিদ্র পরিবারগুলোর দুশ্চিন্তা কিভাবে যোগাড় হবে খাদ্য, ঠিক তখন ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা হাত বাড়িয়ে দিলেন পাবনা ক্যাবল ভিশন এর পরিচালক ও স্বপ্নীল পরিবহনের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার।
বৃহস্পতিবার দুপুরে শহরের রাধারনগ লেবু সিপাহী রোডে অবস্থিত তার নিজ বাসভবনের সামনে সামাজিক দুরুত্ব বজায় রেখে ২শ’ অসহায় মানুষদের এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি তেল ও ১ কেজি ডাউল এবং প্রত্যেক জনকেই নগদ ২শ’ করে টাকা তুলে দেন।
বিতরণকালে তিনি সবাই সাহায্যের হাত বাড়ানোর আহবান জানান। সেই সাথে সামাজিক দুরত্ব বজায় রাখারও আহবান করেন। এ সময় জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রাজ আহমেদ রনি, বাংলাদেশ যুবলীগের মালয়েশিয়া কল্যান শাখার সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম ও ক্যাডেট কলেজ এর মেডিকেল অফিসার ডা: মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh