তৃণমূল পর্যায়ে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে চারদিনব্যাপী অল্টারনেটিভ মেডিসিন প্রয়োগের উপর পল্লী চিকিৎসকদের প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে।
বুধবার বেলা ১১টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষন কর্মশালায় পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধন করেন এইচ.এ.এম.এ ট্রেনিং ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু মেডিক্যাল এসিস্টেন এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডাঃ মুহাঃ মনিরুল আলম।
স্বাগত বক্তব্য দেন কমিউনিটি সেইফ হেলথ পাইলট প্রকল্পের প্রকল্প পরিচালক ডাঃ টি.এম.এ সালেহ উদ্দিন।
অন্যান্য‘র মধ্যে বক্তব্য রাখেন ডা. এমএ আল হেলাল, শহিদুল ইসলাম, আলহাজ উদ্দিন প্রমুখ।
প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ডাঃ আকিদ জাবেদ জ্যোতি ও ডাঃ মরিয়ম আক্তার এমী। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রোগীরা একটি কার্ডের মাধ্যমে বছরব্যাপী চিকিৎসা সেবা গ্রহন করতে পারবেন।
সিভিল সার্জন সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থাকে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গ্রাম পর্যায়ে আরো বেশি কাজ করার আহবান জানান।
কর্মশালায় চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার ১১০ জন অংশগ্রহন করছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh