সড়ক পরিবহন আইন’২০১৮ বাতিলসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পাবনা জেলা সড়ক পরিহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুুরে পাবনার কাশীনাথপুর ট্রাফিক মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
পাবনা জেলা সড়ক পরিহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক শাহ আলম মুক্তি, যুগ্ম সম্পাদক আবুল কাদের, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, সহ-সভাপতি আকবর আলী, প্রচার সম্পাদক মহির উদ্দিন, কার্যকরী সদস্য আব্দুস সামাদ প্রমুখ।
পরিবহন শ্রমিক নেতারা তাদের বক্তৃতায় বলেন, গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে সড়ক পরিবহন আইন’২০১৮ পাস হয়। আইনটি মালিক-শ্রমিক স্বার্থবিরোধী এবং শ্রম আইনের সাথে সাংঘর্ষিক। এতে করে এ আইনটি দেশের পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে।
তারা বলেন, এই আইনে এমন কিছু ধারা সংযুক্ত করা হয়েছে যা শ্রমিকদের জীবন জীবিকাকে জটিল করে তুলবে। যা কোনভাবেই মেনে নেয়া সম্ভব না। এই আইনটি সংশোধন না করা হলে আগামীতে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে তারা জানান।
পরে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে ঢাকা-পাবনা মহাসড়কে বিক্ষোভ করেন পরিবহণ শ্রমিক নেতাকর্মীরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign