পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে ‘নো মাস্ক নো সার্ভিস’ শীর্ষক সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
এতে জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, সহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা, এনজিও ও সামাজিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ সাধারন মানুষ অংশ নেন।
এসময় বক্তারা করোনা থেকে নিজেদের সুরক্ষায় সকলকে মাস্ক ব্যবহার করতে অনুরোধ জানান। সেইসাথে মাস্ক ছাড়া কাউকে কোন ধরনের সার্ভিস দেওয়া হবে না বলে উল্লেখ করেন বক্তারা।
মানববন্ধন চলাকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh