পাবনা সদর উপজেলার আটমাইল এলাকার গাতি বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নকল কার্ড, পার্সপোর্ট, লাইসেন্স ও সনদ তৈরী প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে।
সোমবার দুপুরে পরিচালিত অভিযানে ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানটি সিলগালা ও মালিককে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। এ সময় প্রতিষ্ঠানটি থেকে বেশকিছু নকল সনদ, লাইসেন্স ও কার্ড উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম আজিজুল হাকিম (৩০)। তাঁর বাড়ি উপজেলার দাপুনিয়া ইউনিয়নের গাতি গ্রামে।
অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যাক্তি দীর্ঘদিন ‘তিন ভাই কম্পিউটার মিডিয়া’ নামে প্রতিষ্ঠানটিতে বেশকিছুদিন ধরে নকল ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নকল কার্ড ও সনদ তৈরী করতে থাকেন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর একটার দিকে তাঁর প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা মেলে। এ সময় প্রতিষ্ঠান থেকে বেশ কিছু নকল আইডি কার্ড, স্মার্ট কার্ড, জন্ম নিবন্ধন ও ট্রেড লাইসেন্স উদ্ধার করা হয়। এছাড়া এসব কার্ড তৈরীতে ব্যাবহার করা দু’টি কম্পিউটার, দু’টি প্রিন্টার মেশিন ও একটি স্ক্যানার মেশিন জব্দ করা হয়। পরে আদালত প্রতিষ্ঠানটি সিলগালা ও প্রতিষ্ঠানের মালিককে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।
ইউএনও জয়নাল আবেদীন বলেন, গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh