পাবনার কাজিরহাট-আরিচা-দৌলতদিয়া এলাকা দিয়ে ওয়াই আকারের দ্বিতীয় পদ্মা-যমুনা বহুমুখী সেতু নির্মাণের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পাবনা জেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে শুক্রবার বেলা ১১টার দিকে পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অ্যাডভোকেট মোশফেকা জাহান কনিকার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক তৌফিক হাবিব, সহ সভাপতি হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম মুরাদ, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান বিদ্যুত প্রমুখ।
ঘন্টাব্যাপী এ মানববন্ধন পাবনার সুশীল সমাজের প্রতিনিধিসহ রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, আইনজীবি, সাংবাদিক সহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেব খ্যাত পাবনা আজ অবহেলিত। জেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ডকে জন সম্পৃক্ততা সহ সরকারের সাহায্য সহযোগিতা প্রাপ্তির লক্ষ্যে পাবনা জেলা উন্নয়ন ফোরাম গঠন করা হয়েছে।
বক্তারা পাবনার কাজিহাট-আরিচা-দৌলদিয়া রুটে ওয়াই আকারের ২য় পদ্মা-যমুনা সেতু নির্মাণের দাবি জানান। এছাড়া পাবনা থেকে ঢাকা সরাসরি রেল সার্ভিস চালুরও দাবি জানানো হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign