পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে সোমবার দৈনিক যায়যায়দিনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
পাবনা প্রেসক্লাবের সভাপতি, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের পাবনা জেলা শাখার সভাপতি, বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে এবং ফোরামের সদস্য সচিব, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল সিদ্দিকীর সঞ্চালনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রবীণ সাংবাদিক পাবনার স্থানীয় দৈনিক জোড়বাংলা’র সম্পাদক আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা প্রেসক্লাব সম্পাদক আখিঁনূর ইসলাম রেমন, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শফি ইসলাম, বিশিষ্ট নারী নেত্রী, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আখতার রোজী ও ইউক্যান’র প্রজেক্ট কো-অডিনেটর এডভোকেট শাহীনা পারভীন।
অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ বেতারের প্রতিনিধি সুশীল তরফদার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচীর সিনিয়র ব্যবস্থাপক লুইস গমেজ, বিশিষ্ট নাট্যকর্মি কোবাদ আলী, সূচীতার নাসরিন পারভীন, বাংলাভিশন ফ্যান ক্লাবের কোমল শেখ টিটু, শিক্ষার্থী ওয়াচ গ্রুপের আবির মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন যায়যায়দিনের পাবনা জেলা প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকী।
শুরুতেই যায়যায়দিনকে উৎসর্গ করে লেখা নারী নেত্রী মমতাজ কলির স্বরচিত কবিতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ যায়যায়দিনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে ও মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মি, নারী নেত্রী, সাংস্কৃতিক কর্মিসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বহুল আলোচিত যায়যায়দিন ম্যাগাজিনটি আজ পত্রিকায় রূপ নিয়ে ১৪ বছরে পা দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা লালন, বস্তুনিষ্ঠ সংবাদ, সমাজের বঞ্চিত, নিপীড়িত, শোষিত মানুষের কথা বলা, সমাজের নানা অসংগতি ক্ষুরধার লেখুনির মধ্যদিয়ে তুলে আনতে সক্ষম হয়েছে যায়যায়দিন। রাজনৈতিক পরিমণ্ডল ছেড়ে যায়যায়দিন সাধারণ মানুষের পত্রিকায় রূপ পেয়েছে। যায়যায়দিন সবার কথা বলেই এগিয়ে যাবেন এমন প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign