পাবনায় দু‘দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে ওয়েডিং পোর্টেট ফটোগ্রাফার, পাবনা এই চিত্র প্রদর্শনির আয়োজন করেছে।
প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্ধোধন করেন পাবনা প্রেসক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, সহসভাপতি কামাল সিদ্দিকী, সম্পাদক আাঁখিনুর ইসলাম রেমন, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, টেলিভিশন সাংবাদিক সমিতির আহবায়ক রাজিউর রহমান রুমি, প্রেসক্লাব দপ্তর সম্পাদক এসএম আলাউদ্দিন।
ওয়েডিং পোর্টেট ফটোগ্রাফার গ্রুপের এডমিন আবেদ শরীফের সভাপতিত্বে ও কৌশিক মালিথার সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।পরে অতিথিবৃন্দ চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।
আলোকচিত্র প্রদর্শনীতে ২০ জন ফটোগ্রাফারের নানা বিষয়ের স্থির চিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী ২৯ ও ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign