পাবনা সদর উপজেলার রাজাপুরে শনিবার (০২ মার্চ) দিবাগত রাতে দু’দল সন্ত্রাসীর বন্দুকযুদ্ধ চলাকালে অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ৪ কনস্টেবল আহত হয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন; পাবনা সদরের মন্ডল পাড়ার তুহিন হোসেন (২৫) ও সুমন হোসেন ওরফে কাইল্যা সুমন (২৬)।
আহত পুলিশ সদস্যরা হলেন; আনিছুর রহমান, ফজলে রাব্বি, রোকনুজ্জামান ও জমির উদ্দিন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পাবনা ডিবি পুলিশের ওসি দেলোয়ার হোসেন জানান, পাবনা সদরের পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর ক্যালিকো কটন মিলস এলাকার দক্ষিণ পাশে দু’দল সন্ত্রাসীর মধ্যে গুলিবিনিময় হচ্ছে- গোপন সংবাদে জানতে পারে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। পুলিশ আত্মরক্ষার্থে ৯ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে সন্ত্রাসী তুহিনকে গুলিবিদ্ধ অবস্থায় বিদেশী একটি রিভলবার ও সন্ত্রাসী কাইল্যা সুমনকে চাপাতি, চাকু ও ছোড়াসহ আটক করে। গুলিবিদ্ধ তুহিনকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।
ডিবির ওসি দেলোয়ার আরো জানান, গ্রেপ্তারকৃত দুই সন্ত্রাসীর দেয়া তথ্য মতে এ ঘটনার সাথে পাবনা শহরের মন্ডলপাড়ার শাহীন (৩০), পাপ্পু (২৩), স্বাধীন (২৪), জনি (২৬), বিদ্যুৎ (৩৪) সহ ৫/৭ জনের এই সন্ত্রাসী বাহিনী জড়িত ছিল।
পুলিশের কাজে বাঁধা, পুলিশের উপর আক্রমণসহ অবৈধ রিভলবার, চাকু, ছোড়া ও চাপাতি রাখার অভিযোগে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign