মাটির সাথে সম্পর্ক সৃষ্টি, আত্মবিশ্বাস বৃদ্ধি, দায়িত্ববোধ তৈরি এবং বিদ্যালয়ে নিয়মিত আসার অধিকতর আগ্রহ সৃষ্টির লক্ষ্যে পাবনায় শিক্ষার্থীদের মাঝে ফুলের টব ও বিভিন্ন গাছের বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার সদর উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদার, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, সাংবাদিক আব্দুল মতীন খান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম শ্রেনীর দশ হাজার শিক্ষার্থীর মাঝে এসব ফুলের টব ও গাছের বীজ বিতরণ করা হয়।
ফুলের টব ও বীজ পেয়ে আনন্দের ঝিলিক ফুটে উঠে শিশু শিক্ষার্থীদের চোখে মুখে। অনুষ্ঠানে সকলকে নিজ নিজ বাড়ির চারদিকে গাছ লাগাগোর জন্য আহবান জানানো হয়। পরিবেশের প্রতি যত্ববান হয়ে উপযোগী স্বাস্থ্যসম্পন্ন পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করা হয় অনুষ্ঠানে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign