পাবনা পৌর এলাকার আরিফপুরে একটি তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে দমকল বাহিনীর ৪টি ইউনিট।
বৃহস্পতিবার (০৭ মার্চ) বেলা তিনটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এক ঘন্টা চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয় দমকল বাহিনীর কর্মীরা।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, পাবনা পৌর এলাকার আরিফপুর গোরস্থান এলাকার একটি তুলার গুদামে আগুন লাগে। আগুন দ্রুত ওই গুদামের সবখানে ছড়িয়ে পড়ে। এ সময় আশেপাশের বাড়ির লোকজন আতংকিত হয়ে বাড়ি ঘর ছেড়ে রাস্তায় বেড়িয়ে পরে।
প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হলে পাবনা দমকল বাহিনীকে খবর দেয়। পরে দমকল বাহিনীকে খবর দেয়।
পাবনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক কে এম সাইফুল ইসলাম জানান, কবর পেয়ে দমকল বাহিনীর ৪টি ইউনিটের কর্মীরা এসে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামে থাকা বেশির ভাগ তুলা পুড়ে গেছে, তবে কেউ হতাহত হয়নি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে প্রাথমিকভাবে ধারনা করছেন দমকল বাহিনী কর্মীরা। ক্ষয়ক্ষতির নিরুপনের চেষ্টা করছেন ক্ষতিগ্রস্থরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign