পাবনা সদর উপজেলার ভাউডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিজাম হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক তিজাম উপজেলার ভাউডাঙ্গা কালুরপাড়া গ্রামের মৃত ইউছুফ প্রামানিকের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার আমিনুল কবির তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে তাকে আটক করে র্যাবের একটি দল। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার, একটি শুটারগান একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, আটক তিজাম একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র তার হেফাজতে রেখে কেনাবেচা করে আসছিল। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh