আগামীকাল শুক্রবার থেকে পাবনায় শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
এদিন বিকেলে জেলার চাটমোহর উপজেলার হরিপুর মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করবেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন।
জেলার ৯টি উপজেলা ও পাবনা পৌরসভা নিয়ে মোট ১০টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। মোট খেলা হবে দশটি।
চাটমোহরের হরিপুর, সাঁথিয়ার কাশিনাথপুর স্কুল মাঠ, আতাইকুলা কলেজ মাঠ ও পাবনা সদরের এডওয়ার্ড কলেজ মাঠে খেলা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের লাইব্রেরী কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা: আবু জাফর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শহিদুল হক মানিক, পাবনা প্রেসক্লাবের সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, ক্রীড়া সংস্থার ফুটবল সাব কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, ফুটবল প্রশিক্ষক শামসুল আলম।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই টুর্নামেন্টকে সফল করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন আয়োজকরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh