পাবনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে স্বাধীনতা স্তম্ভ ‘দূর্জয় পাবনা’তে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য এর প্রতিনিধি । পরে সন্ধ্যায় জেলা আওয়ামীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । আলোচনা সভায় বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
এসময় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল-এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এম সাইদুল হক চুন্নু, সহ-সভাপতি শহিদুল্লাহ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সামাদ রতন, শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, ত্রাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস।
আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহিন, পৌর আওয়ামীলীগের সভাপতি তসলিম হাসান সুমন, সম্পাদক শাহজাহান মামুন, জেলা শ্রমিকলীগের সভাপতি ফুরকান হোসেন, সাধারন সম্পাদক হাকিম মালিথা, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহব্বায়ক মোস্তাফিজুর রহমান সুইট, জেলা যুবলীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক, সাধারন সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
সভায় জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh