‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা-ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় শুরু হয়েছে জাতীয় ফলদ ও বনজ বৃক্ষ মেলা।
বৃহস্পতিবার সরকারী এডওয়ার্ড কলেজ মাঠ চত্বরে এ মেলার উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
পাবনা জেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারন অধিদফতর ও সামাজিক বন বিভাগ, পাবনার যৌথ আয়োজন এ মেলা শুরু হয়েছে।
এর আগে পাবনা খামারবাড়ী থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহর ঘুরে মেলা প্রাঙ্গন পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। উদ্বোধনী শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. মো. হুমায়ূন কবির মজুমদার, পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম, পাবনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন, সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মাহাবুবুর রহমান, পাবনা কৃষি সম্প্রসারন অধিদফতরের উপ-পরিচালক আজাহার আলী প্রমূখ।
পরে অথিতিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh