অসংখ্য কালজয়ী কবিতার রচয়িতা ও শিশু সাহিত্যের নান্দনিক কবি পাবনার সন্তান বন্দে আলী মিয়ার আজ ১১৪ তম জন্ম বার্ষিকী। ১৯০৬ সালের ১৭ জানুয়ারী পাবনা শহরের রাধানগর মহল্লায় জন্মগ্রহন করেন তিনি।
কবি বন্দে আলী মিয়ার জন্মবার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার সকালে শহরের রাধানগর নারায়নপুরে কবিকুঞ্জের পাশে অবস্থিত তার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে কবি বন্দে আলী মিয়া স্মরণ পরিষদ ও শুভ সংঘ। এ সময় কবির আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এছাড়া কবি’র স্মরণ পরিষদের উদ্যোগে বিকেলে শহরের গোপালপুর শিশু শিক্ষা নিকেতনে কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শিশু সাহিত্যিক, নাট্যকার ও গীতিকার কবি বন্দে আলী মিয়া’র ‘‘আমাদের গ্রাম’’ কবিতাটি আজও পাঠ্য বইয়ে পঠিত হয়। কবি বন্দে আলী মিয়া শিশুদের জন্য ১০৫টি শিশুতোষ গ্রন্থসহ ১৩৬টি বই রেখে গেছেন।
শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি বন্দে আলী মিয়া ১৯৬২ সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন। সাহিত্যকর্মে তার অসামান্য অবদানের জন্য ১৯৯০ সালে মরনোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয় কবি বন্দে আলীকে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh