পাবনার ফরিদপুর উপজেলার এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক যুবককে ১০ বছরের কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার বিকেলে পাবনার অতিরিক্ত জেলা ও দয়রা জজ আদালত (১) এর বিচারক রুস্তম আলী এই রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্ত শামীম হোসেন (২২) পাবনার ফরিদপুর উপজেলার মৃধাপাড়া এলাকার ইজিবরের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৮ মার্চ ফরিদপুর উপজেলার মৃধাপাড়ার এক শিশু সন্তান (৯) কে ফুসলিয়ে এলাকার একটি ঘরে নিয়ে গিয়ে বলাৎকার করে শামীম। ঘটনার পর ওই শিশুর পিতা বাদী হয়ে ফরিদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাখওয়াত হোসেন ২০১৬ সালের ১৮ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতের বিচারক ১২ জনের সাক্ষ্য গ্রহন শেষে বুধবার বিকেলে আসামী শামীমের বিরুদ্ধে এ রায় ঘোষনা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবি ছিলেন সালমা আক্তার শিলু এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট জাফর আলতাফ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh