আগামী মার্চে আবুধাবীতে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড সামার গেমস’ এ অংশ নিতে প্রস্তুত পাবনার ১৫ প্রতিবন্ধী খেলোয়ারকে সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার দুপুরে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ সাব চ্যাপ্টার, পাবনা তাদের এই সংবর্ধনা দেয়।
পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের সভা কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ সাব চ্যাপ্টার, পাবনার সভাপতি ও জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
অন্যদের মাঝে, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ সাব চ্যাপ্টার, পাবনার সাধারণ সম্পাদক রেজাউল হোসেন বাদশা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক বক্তব্য দেন।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। তারা তাদের ক্রীড়া নৈপুন্য দেখিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বরাবরের মতো পাবনার প্রতিবন্ধী খেলোয়াররা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে প্রতিবন্ধী খেলোয়ারদের ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।
সবার প্রত্যাশা, ‘ওয়ার্ল্ড সামার গেমস’ এ পাবনার প্রতিবন্ধী খেলোয়াররা তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign