ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের পর গায়ে আগুন দিয়ে হত্যার প্রতিবাদে পাবনার চাটমোহরে বিক্ষোভ ও পথসভা করেছে কলেজ ছাত্রলীগ।
শনিবার সকাল ১১টায় চাটমোহর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। পরে থানা মোড়ের আমতলা চত্ত্বরে পথসভার মধ্যে দিয়ে বিক্ষোভ শেষ হয়।
এ সময় বক্তব্য দেন, চাটমোহর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আবদুল ওয়াহেদ বকুল, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জুয়েল, ছাত্রলীগ নেতা সুমন হোসেন, সাগর আলী, নাঈম হোসেন, আবির হোসেন, রাব্বি হোসেন, আবদুল আলীম প্রমুখ।
এ সময় নুসরাত হত্যায় অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা এবং ঘটনায় জড়িত অন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign