আগামী ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । এ ধাপে ভোটগ্রহণ করা হবে ১২৯ উপজেলায়।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।
হেলালুদ্দীন আহমদ জানান, মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৮ মার্চ।
সচিব বলেন, এই পর্যায়ে ৫টি বিভাগের ১টি জেলার মোট ১২৯টি উপজেলায় ভোট হবে।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের নির্বাচনের মধ্যে রয়েছে পাবনা জেলা। পাবনার ৯টি উপজেলাতেই এ ধাপে ভোট হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh