পাবনায় কাঠ বোঝাই ট্রাক উল্টে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিহত তিন শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও সরকার অসীম কুমার।
মঙ্গলবার দুপুরে তিনি নিহত ৩ জনের বাড়িতে গিয়ে তাদের স্ত্রীদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল ও শুকনো খাবার তুলে দেন। এছাড়া তাদের সন্তানদের লেখাপড়া এবং নিহত শাহীন আলমের অন্তঃস্বত্তা স্ত্রী মৌসুমী খাতুনের চিকিৎসার দায়িত্ব নেন ইউএনও।
এদিকে সোমবার খোঁজখবর ডটনেটে ‘মরদেহ দাফনে বাধাদানের অভিযোগ সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর মৃত শহীদুল ইসলামের বাড়িতে গিয়ে সুদ কারবারি জামাত আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ইউএনও সরকার অসীম কুমার।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান, উপজেলা নির্বাচন অফিসার মো. রুহুল আমীন, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, ইউপি সদস্য আনোয়ার হোসেন, আরজান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে ঘটনার দিন পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন মৃত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা করে সহযোগিতা দেন।
প্রসঙ্গত: গত রোববার (০২ ডিসেম্বর) সকালে পাবনার নূরপুর বাইপাস এলাকায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত হন-বালুদিয়ার গ্রামের আলী আশরাফের ছেলে শাহীন আলম, শাহাপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে আহম্মদ আলী, জগতলা গ্রামের মৃত সোহরাব উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম। গুরুত্বর আহত হন বালুদিয়ার গ্রামের হোসেন মন্ডলের ছেলে জফির উদ্দিন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign