সড়ক দূর্ঘটনায় নজরুল ইসলাম (৩৫) নামে এক করিমন চালক নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৪টার দিকে পাবনা-চাটমোহর মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি একই উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল চারটার দিকে পাবনাগামী একটি ট্রাক শিমুলতলা বাজারের পাশে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল।
এর মধ্যে করিমন চালক নজরুল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারলে তার মাথা থেতলে রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয়রা তাকে পার্শ্ববর্তী উপজেলার আটঘরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। এদিকে এই দূর্ঘটনার পর ওই এলাকা থেকে ট্রাকটি পালিয়ে যায়।
এ বিষয়ে চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, নিহত করিমন চালক নজরুলের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। এ ব্যাপারে তাদের (স্বজন) কোন অভিযোগ নেই।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh