পাবনার আটঘরিয়া উপজেলার কদমডাঙ্গা গ্রামে ডাকাতি করতে আসা ডাকাতদলের হামলায় গৃহকর্তা সহ তিনজন আহত হয়েছেন।
এ সময় ডাকাতদল নগদ ৩ লাখ টাকা, ৬ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। বুধবার দিবাগত রাত একটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পারবিবারিক সুত্র জানায়, উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামে ৭/৮ জনের একদল মুখোশধারী ডাকাতদল ব্যবসায়ী নুরুজ্জামান ইঞ্জিনের বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা করে।
এ সময় ডাকাদলকে বাঁধা দিতে গেলে নুরুজ্জামান ইঞ্জিনকে কুপিয়ে এবং দুই ছেলে সাগর (২১) ও শাওন (১৬) কে মারপিট করে আহত করে। পরে ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা ও ৬ ভরি স্বর্নালংকারসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়।
আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী বাড়ির পাশে দু’টি ককটেল পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল দু’টি উদ্ধার করে।
এ ব্যাপারে আটঘরিয়া থানার (ওসি) রকিবুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ক্ষতিগ্রস্থদের এজাহার দিতে বলা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign