দূর্গা পূজাকে সামনে রেখে পাবনার আটঘরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ‘টিম আটঘরিয়া’।
মঙ্গলবার (০৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত আটঘরিয়া পৌর এলাকা, দেবোত্তর ও একদন্ত ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং পূজা উদযাপান কমিটির নেতাকর্মীদের সাথে সাক্ষাত করেন তারা।
এ সময় আটঘরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) নাজমুল হক, এসআই সাদিক সেলিম, এসআই আব্দুল আজিজ, এসআই হাসান তৌফিকসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
আটঘরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম জানান, দূর্গা পূজাকে সামনে রেখে আটঘরিয়া থানার কোথাও কোন রকম আইনশৃঙ্খলার অবনতি হতে দেয়া হবে না। পূজা উদযাপন সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign