পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, বৈশাখি টেলিভিশন ও দৈনিক সংবাদের পাবনাস্থ স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান স্বপনের ওপরে হামলকারীদের গ্রেফতারের দাবিতে পাবনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে দেড়ঘন্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, উৎপল মির্জা, আহমেদ উল হক রানা, টেলিভিশন সাংবাদিক সমিতি পাবনার আহবায়ক রাজিউর রহমান রুমী, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি কৃষ্ণ ভৌমিক, যমুনা টিভির প্রতিনিধি সনম রহমান, পাবনা রিপোটার্স ইউনিটির সম্পাদক কাজী বাবলা প্রমুখ।
বক্তারা অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানান।
অন্যথায় আগামী রোববার (২১ অক্টোবর) মানববন্ধনসহ বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে উল্লেখ করেন বক্তারা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign