ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিদায়ী কমিশনার আছাদুজ্জামান মিয়াকে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন ‘জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল’র প্রধান নির্বাহী কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার উপ-সচিব মো. অলিউর রহমান সাক্ষরিত সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন ‘জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল’র প্রধান নির্বাহী কর্মকর্তা পদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
গত ১৪ আগস্ট ডিএমপি কমিশনার হিসেবে আছাদুজ্জামান মিয়ার দায়িত্ব শেষ হলেও, আরও এক মাসের জন্য তাকে ওই পদে চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয়। যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign