শোক ও বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পাঞ্জলী নিবেদন করেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। পরে একটি শোক র্যালী বের হয়ে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে।
এরপর হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর জীবনী ও শোক দিবসের উপর আলোচনা সভা। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি আসলাম হোসেন।
উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স ম বায়েজিদ উল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য পরিদর্শক শহিদুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স মোজাম্মেল হক, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আমিনুল ইসলাম প্রমুখ।
শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলমগীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্য কর্মী ইশারত আলী।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign