পাবনার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দু’টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার। সাধারণ অভিভাবক সদস্য পদে লড়ছেন ৭ জন ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন প্রার্থী।
এর মধ্যে সাধারণ অভিভাবক সদস্য পদে ৪ জন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১ জন নির্বাচিত হবেন। ছাত্রীদের অভিভাবকরা ভোট দিয়ে তাদের নির্বাচিত করবেন।
পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার ৯৭৮ জন।
সাধারণ অভিভাবক সদস্য পদের ৭ জন প্রার্থী হলেন, আলহাজ্ব মো: মোজাম্মেল হক (ক্রমিক নং-১), খন্দকার রাজ আলী (ক্রমিক নং-২), আব্দুল ওয়াহাব (ক্রমিক নং-৩), ইসরাইল হোসেন (ক্রমিক নং-৪), কামরুল হাসান মিন্টু (ক্রমিক নং-৫), রনি রায় (ক্রমিক নং-৬) ও মতিউর রহমান (ক্রমিক নং-৭)।
সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদের দুইজন প্রার্থী হলেন, হোসনে আরা হাসি (ক্রমিক নং ০১) ও সরদার আশা পারভেজ (ক্রমিক নং ০২)।
এছাড়া স্কুলের দাতা সদস্য হলেন, নুর ই হাসান খান ময়না। সাধারণ শিক্ষক সদস্য দুইজন আলিফ উদ্দিন ও আশরাফুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মুনিরা পারভীন। এসব পদে ভোট নেই।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: গোলাম মোস্তফা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh